Main Comtent Skiped
Wellcome to National Portal

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই),বগুড়া ।


প্রশিক্ষণের বিস্তারিত

BTPT

(১) BTPT কোর্স চালু হয়- ২০২৪ সাল থেকে
২) ডিপিএড কোর্সে ভর্তির সর্বনিম্ন যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ
৩) BTPT কোর্সের সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ- জাতীয় প্রাথমিক শিক্ষাএকাডেমি(নেপ),ময়মনসিংহ।
৪) কোর্সটির মেয়াদ- ১০ মাস
৫) ১ম ৪মাস পিটিআইভিত্তিক সেশন পরিচালনা
৬)পরবর্তী ২ মাস প্রশিক্ষণ বিদ্যালয়ে
৭) শেষ ৪ মাস নিজ জেলায় কোনো ১টি বিদ্যালয়ে
৮) কোর্সটি সম্পুর্নরুপে আবাসিক
১০) কোর্সটিতে আইসিটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেইজন্য প্রতিটি পিটিআইতে একটি করে কম্পিউটার ল্যাব রয়েছে।
১১) প্রতিদিন ভোরে শরীরচর্চা বাধ্যতামূলক
১২) কোর্সের মোট বিষয়- ৪টি মডিউল রয়েছে।
১৩) কোর্স মূল্যায়ন = পাশ নম্বর ৪০%

ICT প্রশিক্ষণ:

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ১৪ দিন ব্যাপি ICT-in-Education বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয় ।

      এ প্রশিক্ষণের লক্ষ্য:

  •  প্রাথমিক শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহারের মাধ্যমে শিখন-শেখানো প্রক্রিয়ার উন্নয়ন তথা শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা। সেই সাথে শিক্ষকদের পেশাগত উন্নয়নে সহায়তা করা।

        এ প্রশিক্ষণের উদ্দেশ্য:

  • শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে শিক্ষকদের সম্যক ধারণা দেয়া।
  • আইসিটি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।
  • শ্রেণিকক্ষে ব্যবহারের উপযোগী করে কিছু সহজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক উপকরণ (কনটেন্টতৈরি করতে সক্ষম করে তোলা।
  • আইসিটি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের একুশ শতকের বিকাশ ঘটানো।
  • অনলাইন রিসোর্স ব্যবহারে শিক্ষকদের দক্ষ করে তোলা
  • শ্রেণিকক্ষে ও পেশাগত জীবনে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা


শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক TOT প্রশিক্ষণ:

  • প্রাথমিক শিক্ষকের লক্ষ্য অর্জনের জন্য ,প্রাথমিক শিক্ষার Curriculum  Dissemination (শিক্ষাক্রম বিস্তরণপ্রতিটি শিক্ষকের জানা দরকার ,আর প্রশিক্ষণ পরিচালনার জন্য প্রশিক্ষক দরকার হয় ।  সে লক্ষ্যেই প্রশিক্ষক তৈরীর করতেই Training of Trainer (TOT) এর আয়োজন করা হয়।